পরিচালনা পর্ষদ
সাধারণ পর্ষদ বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সাধারণ পর্ষদ সদস্যদের মধ্য থেকে তিন বছর মেয়াদের জন্য পরিচালনা পর্ষদ নির্বাচন করে। পরিচালনা পর্ষদ ১০ (দশ) সদস্যের সমন্বয়ে গঠিত এবং বছরে কমপক্ষে চার বার বা প্রয়োজন হলে তার বেশি সভা করে থাকেন। নির্বাহী পরিচালক পর্ষদের সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করেন। পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানের উন্নয়ন ও পরিচালনা সংক্রান্ত বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেন এবং নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন।