ট্যাক্স কার্ড ও সেরা করদাতা সম্মাননা পেল উদ্দীপন

২০২১-২০২২ সালের ‘অন্যান্য’ ক্যাটাগরিতে সেরা করদাতা সম্মাননা পেল ইউনাইটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস্ ফর প্রোগ্রামড এ্যাকশনস্ (উদ্দীপন)।
বুধবার (২৮ ডিসেম্বর) উদ্দীপন নির্বাহী পরিচালক ও সিইও বিদ্যুত কুমার বসু উদ্দীপনের পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন।
এ ক্যাটাগরিতে উদ্দীপন ছাড়া আরও তিনটি বেসরকারিসংস্থা (এনজিও) আশা, ব্যুরো ও রিক এ সম্মাননা পেয়েছে।
এসডিজির লক্ষ্য মাত্রার আলোকে সারা দেশে প্রায় এক হাজার শাখার মাধ্যমে উদ্দীপন নারীকে কেন্দ্র করে সার্বজনীন ও সমতার ভিত্তিতে গ্রাম ও শহর অঞ্চলের সকলের জন্য সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। উদ্দীপন-প্রোব হেলথ কেয়ার প্রকল্প, স্বাস্থ্য আপা সৃজন, নারী উন্নয়ন ও জেন্ডার বৈষম্য দূরীকরণ, কৃষি প্রযুক্তি সম্প্রসারণ ও উদ্দীপন কৃষিপাঠশালা, সিডবল প্ল্যান্টেশন, পল্লী অ্যাম্বুলেন্স, পাখি পল্লী, গবাদি প্রাণি বিনিময় ব্যাংকসহ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হয়।

এছাড়াও সরকার, এনজিও এবং বিভিন্ন আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সহযোগিতার ভিত্তিতে আর্থিক ভাবে আত্মনির্ভরশীল হওয়ার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছে সংস্থাটি।
২০২১-২০২২ অর্থবছরে ব্যক্তি শ্রেণিতে ৭৬ জন, কোম্পানি শ্রেণিতে ৫৩ জন ও অন্যান্য ক্যাটাগরিতে ১২ জনসহ মোট ১৪১ করদাতাকে ‘ট্যাক্স কার্ড ও সম্মাননা’ দেয়া হয়েছে। ২০১৬ সাল থেকে সেরা করদাতাদেরট্যাক্স কার্ড ও সম্মাননা দিয়ে আসছে এনবিআর।