উদ্দীপন-এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

উদ্দীপন (United Development Initiatives for Programmed Actions)-এর ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শনিবার সংস্থার প্রধান কার্যালয়ের কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। উদ্দীপন-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মিহির কান্তি মজুমদারের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি বলেন, দারিদ্র্য বিমোচনে উদ্দীপন কাজ করছে, সে সঙ্গে মানুষের স্বাস্থ্যের বিষয়টি নিয়েও সারা দেশে কাজ চলমান। কারণ স্বাস্থ্য খাতে উদ্দীপন বিভিন্ন শ্রেণি- পেশার মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। এছাড়া, বিভিন্ন সামাজিক কার্যক্রম অংশ নিচ্ছে যেমন : পাখিপল্লী সৃজন, সিড বল প্ল্যান্টেশন, উদ্দীপন নার্সারি উদ্দীপন-প্রোব হেলথকেয়ার, পল্লী অ্যাম্বুলেন্স, ভ্রাম্যমাণ কৃষি পাঠশালা, সূর্যমুখী চাষ, তালগাছ রোপণ ও প্রাণিসম্পদ ব্যাংকসহ বিভিন্ন প্রকল্প বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

এরপর ‘উদ্যোক্তা উন্নয়নে উদ্দীপন’ শিরোনামে উদ্দীপনের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন নির্বাহী পরিচালক ও সিইও বিদ্যুত কুমার বসু। এ সময় উদ্দীপনের স্বাস্থ্য কর্মসূচি, প্রকৃতি ও পরিবেশ উন্নয়ন, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, কৃষি ও প্রযুক্তি উন্নয়ন, প্রাণিসম্পদ উন্নয়ন, প্রাণিসম্পদ ব্যাংক, উপকূলীয় অঞ্চলে ভাসমান কৃষি, জেন্ডার সমতায় সামাজিক উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

২০২২-২০২৩ অর্থবছরের অগ্রগতি প্রতিবেদন এবং ২০২৩-২০২৪ অর্থবছরের (লক্ষ্যমাত্রা) বাজেট উপস্থাপন করেন নির্বাহী পরিচালক ও সিইও বিদ্যুত কুমার বসু। তিনি বলেন, সংস্থার সকল কার্যক্রমে ডিজিটালাইজেশন পদ্ধতি চালু করা হয়েছে। দেশব্যাপী ১০০১টি শাখার মাধ্যমে পরিচালিত বিশেষ কর্মসূচি ও প্রকল্প পরিচালিত হচ্ছে।

এছাড়াও অধিক সংখ্যক মানুষের দোরগোড়ায় বিভিন্ন পরিষেবা পৌঁছে দেয়ার সক্ষমতা তৈরি তথা স্থানীয় এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের সাথে নতুন নতুন পরিষেবা এবং সামাজিক উদ্যোগ নিয়ে কাজ করছে উদ্দীপন।

ইমেরিটাস চেয়ারম্যান শহীদ হোসেন তালুকদার বিগত পরিচালনা পর্ষদের দক্ষতা ও বিচক্ষণতার ভূয়সী প্রশংসা করেন।

৪০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়। নবনির্বাচিত পরিচালনা পর্ষদকে স্বাগত জানানো হয়। এ সময় এমআরএ, পিকেএসএফ ও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান জাকিয়া কে হাসান, কোষাধ্যক্ষ ড. গোলাম আহাদ, মো. নজরুল ইসলাম খান, মো. সাব্বির আহমেদ চৌধুরী, ড. রোকেয়া খাতুন, মো. শওকত হোসেন, মো. মাহবুবুর রহমান, মীনা সরকার, নাহিদ সুলতানা, নাজির আলম, ড. এম এ মতিন, ডা. আবুল জামিল ফয়সালসহ আরো অনেকে।

https://newsg24.com/economy-news/14232/