উদ্দীপনে ‘আহমদ রফিক কর্নার’র উদ্বোধন

উদ্দীপন লাইব্রেরিতে ভাষা সংগ্রামী ও রবীন্দ্র গবেষক ‘আহমদ রফিক কর্নার’ উদ্বোধন করা হয়েছে। গত সোমবার উদ্দীপন প্রধান কার্যালয়ে ভাষা সংগ্রামী ও রবীন্দ্র গবেষক ‘আহমদ রফিক কর্নার’ যৌথভাবে উদ্বোধন করেন ইমেরিটাস চেয়ারম্যান শহীদ হোসেন তালুকদার ও চেয়ারম্যান ড. মিহির কান্তি মজুমদার। এ সময় শওকত ওসমানের কনিষ্ঠ সন্তান জাঁ-নসর-ওসমানসহ উদ্দীপনের পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় অন লাইনে সংযুক্ত হন ভাষা সংগ্রামী ও রবীন্দ্র গবেষক ‘আহমদ রফিক’। তিনি বলেন, ‘আমার গবেষণাধর্মী বইগুলো উদ্দীপন সংস্থাকে দিতে পেরে আনন্দ অনুভব করছি। একজন মানুষের জীবনে যদি ‘গুরু’ অথবা ‘বই’ থাকে তাহলে সে অনেক সমৃদ্ধ। আমি উদ্দীপনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর ছিল ভাষা সংগ্রামী ও রবীন্দ্র গবেষক আহমদ রফিকের জন্মদিন।
প্রধান অতিথি ইমেরিটাস চেয়ারম্যান শহীদ হোসেন তালুকদার, বিশেষ অতিথি চেয়ারম্যান ড. মিহির কান্তি মজুমদার এসময় বক্তব্য রাখেন। সভার সভাপতিত্ব করেন উদ্দীপনের নির্বাহী পরিচালক ও সিইও বিদ্যুত কুমার বসু। সঞ্চালনায় ছিলেন সগির হোসেন, পরিচালক (ফিল্ড অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট)।