উদ্দীপনের আয়োজনে অনুষ্ঠিত হলো আঞ্চলিক কর্মশালা

মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশের গ্রামীণ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্পের আওতায় বিসিসি ক্যাম্পেইন ও প্রকল্প বাস্তবায়ন কৌশলবিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে কুমিল্লার BARD (বার্ড)-এ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে উদ্দীপন এবং সার্বিক সহযোগিতায় ছিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
পিকেএসএফ’র মহাব্যবস্থাপক (কার্যক্রম) ও প্রকল্প সমন্বয়কারী আব্দুল মতিন প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন এবং উদ্দীপনের নির্বাহী পরিচালক ও সিইও বিদ্যুত কুমার বসু’র সভাপতিত্বে পরিচালক (ফিল্ড অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট) মো. সগির হোসেন, সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম এবং ডেপুটি ম্যানেজার জিএম হুমায়ন আজম উপস্থিত ছিলেন।
এ সময় সভাপতি বলেন, প্রকল্পটি গ্রামীণ বাংলাদেশের এলাকায় নিরাপদ ব্যবস্থাপনায় পানি এবং নিরাপদ ব্যবস্থাপনায় স্যানিটেশন উন্নয়নে কাজ করছে। পাশাপাশি বিসিসি ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে পারিবারিক ও ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। এর ফলে শিশু, কিশোর-কিশোরী, নারী-পুরুষ সকলেই নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্য পরিচর্যাবিষয়ক সুযোগ-সুবিধার আওতায় আনা সম্ভব হচ্ছে।

এ কারণে হ্রাস পাচ্ছে অসুস্থতার হার, বৃদ্ধি পাচ্ছে আর্থিক সচ্ছলতা ও সামাজিক মর্যাদা। এছাড়া উক্ত কর্মসূচিগুলো এসডিজি-৬ লক্ষ্যমাত্রা অর্জনেও সহায়ক ভ‚মিকা পালন করছে বলে জানান বিদ্যুত কুমার বসু।
উক্ত কর্মশালায় উদ্দীপনের চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল এবং পিরোজপুর জোনের আওতায় জোনাল ব্যবস্থাপক, আঞ্চলিক ব্যবস্থাপক, ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক, প্রকল্প ইঞ্জিনিয়ারসহ কমপক্ষে একশ’ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
Link: https://www.newsg24.com/economy-news/14365/